বুধবার, ১০ মে, ২০২৩
03 Dec 2024 11:25 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে নগদ ১৬ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার ৫ দিন পেরিয়ে গেলিও টাকা ও কোন মালামাল উদ্ধার করতে পারেনি শেরপুর থানা পুলিশ।
জানা যায়, গত ৪ মে উপজেলার শাহবন্দেগী ইউয়িনের চকপোতা পূর্বপাড়া গ্রামের সোহরাব হোসেন এর ছেলে খলিলুর রহমান এর বাড়িতে এ চুরি ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, খলিলুর রহমান গত ৩ মে রাতের খাবার খেয়ে ১১টার সময় ঘরের দড়জা জানালা বন্ধ করে ঘুমেয়ে পরে। এরপর রাত্রি আনুমানিক ৩ ঘটিকার সময় ধান কিনতে মোকামে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পাই বাড়ির মেইন গেট খোলা, শয়ন কক্ষের পাশের্^র দড়জার তালা ভাঙ্গা। ঘরে গিয়ে দেখতে পাই আলমাড়ির তালা ভেঙ্গে তার মধ্যে থাকা সোয়া ভরি ওজনের ২টি স্বর্ণের চেইন, দেড় ভরি স্বর্ণের নেকলেস, আট আনা স্বর্ণের ২টি ঝুমকা, ছয় আনা স্বর্ণের ২টি আংটি ও নগদ প্রায় ১৬ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরির কাজে ব্যবহ্যত একটি কাটিং প্লাস, স্ক্রু ডাইভার বাড়ি পেছনের সাইটে জনৈক গফুরের বাড়ির পাশের্^ পিলারের গোড়ায় বালুর বস্তায় ফেলে যায়।
১০ মে ভুক্তভোগী খলিলুর রহমান বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়েরর পর থেকে তার পরিবারের উপর লোকজনকে মারধরসহ বিভিন্ন ভয়ভিতি ও প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করা হচ্ছে।
এ ব্যপারে অত্র ওয়ার্ডের মেম্বার মোজাম্মেল হক মোজাম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যপারে শাহবন্দেগী ইনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, চুরির ঘটনার বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই করে অর্থ ও মালামাল উদ্ধার করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়।
এ ব্যপারে শেরপুর থানার এস আই রবিউল ইসলাম জানান, চুরির অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা যাবে।