মঙ্গলবার, ০৯ মে, ২০২৩
30 Nov 2024 10:38 pm
নাটোর প্রতিনিধিঃ- বাড়িতে কোন মানুষ ছিলনা। নেই কোন বিদ্যুৎ সংযোগ। অথচ রাতের আধারে লাগা রহস্যজনক আগুনে বাড়ির ৫টি ঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বাড়ির মালিক জহুরুল ইসলাম পরিবারসহ এখন বাস করেন নাটোর শহের। বাড়ির মালিকের অভিযোগ দুর্বৃত্তের দেওয়া আগুনে ৫টি ঘর সহ সব পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৫টি ঘরের সকল কিছু পড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জহুরুল ইসলাম।
রহস্যজনক এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে নাটোরের উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর দক্ষিণপাড়া গ্রামে। জহুরুল ইসলাম ওই এলাকার মৃত শের আলী মিয়ার ছেলে। ক্ষতিগ্রস্ত জহুরুল ইসলাম জানান, তার বাড়িতে ৫টি ঘর রয়েছে। বেশকিছুদিন ধরে তারা গ্রামের এই বাড়িতে থাকেন না। বাড়িটির বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। অথচ শুনসান বাড়িটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িতে রক্ষিত সব মালামাল পুড়ে ছাই হয়েছে।
তিনি বলেন, তারা স্বপরিবারে নাটোর জেলা সদরের বাড়িতে বসবাস করছেন। এই সুযোগে কেউ ক্ষতি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। তিনি বিষয়টির সঠিক তদন্ত দাবি করেছেন।
গুরুদাসপুর উপজেলা ফায়ার সাভির্স স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ৫ টি ঘর ভস্মিভূত হয়। পরে তারা গিয়ে আগুন য়িন্ত্রণে আনেন। কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এবিষয়ে গুরুদাসপুর থানার ওসি মোনয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মো. আশিকুর রহমান টুটুল