মঙ্গলবার, ০৯ মে, ২০২৩
30 Nov 2024 10:42 pm
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগর বন্দরে অবস্থিত খাদ্য গুদাম (এলএসডিতে) চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ৯মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরা ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু,ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) শিবগঞ্জ মোঃ আনিসুর রহমান,শিবগঞ্জ উপজেলা চালকল মালিক সভাপতি ও পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম দুদু, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস ছাত্তার, আলমগীর হোসেন ভান্ডারী, হাফিজার রহমান, রবিউল ইসলাম প্রমুখ। এব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবগঞ্জ (এলএসডির) মোঃ আনিসুর রহমান বলেন চলতি মৌসুমে ৪ হাজার ৯০ মেঃটন চাল ও ১৫শত ৯৯ মেঃটন ধান শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সংগ্রহ করা হবে।