মঙ্গলবার, ০৯ মে, ২০২৩
30 Nov 2024 10:37 pm
এস এম দৌলত,জেলা প্রতিনিধি,বগুড়াঃ- বগুড়ায় আদালতের নির্দেশ অমান্য করে বাড়ি নির্মানের অভিযোগে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন বগুড়ার শহরদীঘির মৃত শুটকু খার পুত্র হাফিজার রহমান। তিনি গত মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় লিখিত ভাবে অভিযোগটি দায়ের করেন।
তিনি তার অভিযোগে বলেন, বগুড়া সদরের শহরদীঘির ফজলু খাঁ, মোঃ ফেরদৌস খাঁ উভয়ের পিতা- মৃত মোকছেদ খা, মোছাঃ মোরশেদা বেগম, স্বামী মোঃ খোরশেদ আলী, ফাতেমা বেওয়া, স্বামী-মৃত মোকছেদসহ তার সাঙ্গরা তার স্বত্বদখলীয় নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তিতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাকা বাড়ী ঘর নির্মাণের চেষ্টা করে।
তিনি বাধা দিলেও তারা কর্ণপাত করে না। তখন তিনি তাদের বিরুদ্ধে বগুড়া জেলার ১ম সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় গত ৩রা মে ২০২৩ তারিখে ৩১৬/২০২৩ মোকদ্দমা আনয়ন করে অস্থায়ী ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার প্রার্থনা করেন।
আদালত বিবাদীদের বিরুদ্ধে ৩০ দিনের কারণ দর্শানোর আদেশ প্রদান করেন। উক্ত কারণ দর্শানোর নোটিশ আদালত হতে জারীকারক বিবাদীদের আদালতের নির্দেশনার নোটিশ অবগত করালে বিবাদীগণ আদালতের নির্দেশ অমান্য করিয়া নালিশী নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তিতে বাড়ী নির্মাণের কাজ শুরু করেন।
তিনি অবৈধ নির্মান কাজে বাধা দিলে বিবাদী গং তাকে খুন জখমের ভয়ভীতি দেখায়। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি তাদের হুমকিতে ভীত হইয়া বিষয়টি অভিযোগ আকারে গ্রহণ করতে ও আদালতের নির্দেশ মানতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
তপশীল সম্পত্তির বিবরণ জেলা-বগুড়া, থানা-বগুড়া সদর, মৌজা-শহরদিঘী, জে.এল নং-১২৬,এম.আর.আর খতিয়ান নং-১২৯, আর. এস খতিয়ান নং ৫৫০, সাবেক দাগ ৯৫২, হাল দাগ ১৭৯৩, জমির পরিমান ১৮ শতাংশ। এবিষয়ে তিনি ফাঁফোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসানকেও বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন।