মঙ্গলবার, ০৯ মে, ২০২৩
22 Nov 2024 09:14 am
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) সংস্কার কর্মসূচির অধীন বাস্তবায়িত প্রকল্প নিয়ে চলছে নয়ছয়। উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। বেশিরভাগ প্রকল্পের এক চতুর্থাংশেরও কাজ হয় না। কিছু কিছু প্রকল্প আছে কাগজে কলমে। বাস্তবে কাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এভাবে বাস্তবায়িত হয়েছে বেশির ভাগ প্রকল্প। আবার কোনো কোনো প্রকল্পে নামমাত্র কাজ দেখিয়ে তদারকি কর্মকর্তাদের যোগসাজশে বরাদ্দকৃত বেশিরভাগ টাকা পকেটস্থ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়,২০২১-২২ অর্থবছরে উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের রাজপুর গ্রামের শাহিনের বাড়ী হইতে রতনের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও ইটসোলিং করণের জন্য কাবিখা প্রকল্পের আওতায় ৫.৪৪১ মেট্রিক টন গম বরাদ্ধ দেওয়া হয়। আর এই প্রকল্পের জন্য ওবাইদুল হক নামের একজন ব্যক্তিকে ভুয়া ইউপি সদস্য বানিয়ে প্রকল্প সভাপতি করে নাম মাত্র কাজ করা হয় বলে জানা যায়। সরজমিনে দেখা মিলে ঘটনার সত্যতা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজপুর শাহিনের বাড়ী থেকে রতনের বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও ইট সোলিং করার কথা থাকলে ও বাস্তবে বিশ ফিটের মত ইট সোলিং কাজ হয়েছে। স্থানীয়রা এ বিষয়ে কিছুই জানেন না। নামেমাত্র কাজ করে সমুদয় টাকা উত্তোলন করা হয়েছে।
এলাকা বাসি আরো বলেন, ওবাইদুল হক কোন ইউপি সদস্য নয়। প্রকল্প সভাপতি ওবাইদুল হক বলেন, আমি এই প্রকল্পের সভাপতি। আমি কোন ইউপি সদস্য নই। প্রকল্প বাস্তবায়ন কমিটিতে সভাপতি উবাইদুল হককে ইউ পি সদস্য উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে তিনি কোন ইউ পি সদস্য নয়।
পাহাড়পুর ইউপির চেয়ারম্যান সাহেবকে রাজপুর শাহিনের বাড়ী থেকে রতনের বাড়ী পর্যন্ত রাস্তার কোনো কাজ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাজ হয়েছে।
তৎকালীন দায়িত্বরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.মাহাবুব আলম বলেন,যে প্রকল্প চলে গেছে তা নিয়ে ঘাঁটাঘাঁটি করে কোন লাভ আছে? তবে প্রকল্পগুলোতে কিছু কিছু কাজ হয়েছে।
বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলাম বলেন, আমি কিছু বলতে পারবো না। এর আগে যে স্যার ছিলেন তিনি প্রকল্পগুলোর বিষয়ে বলতে পারবেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. আলপনা ইয়াসমিন জানান, কোন প্রকল্পের বিষয়ে অভিযোগ থাকলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।