সোমবার, ০৮ মে, ২০২৩
30 Nov 2024 10:42 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার আদমদীঘিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান কর্মসুচী পালন করা হয়েছে। গতকাল সোমবার ( ৮ মে) বেলা ১১ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচী পালন কর হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের আদমদীঘি শাখার সভাপতি এমআর সাগর আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, আইন বিষয়ক সম্পাদক মকলেছার রহমান, আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক আবু মুত্তালিব মতি, জিল্লুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের আদমদীঘি শাখার নির্বাহী সভাপতি ডাঃ তানজিনা আক্তার তানিয়া, সহ সভাপতি রাজিয়া সুলতানা, ইসরাফিল আলী, সাধারণ সম্পাদক রাসুলা বেগম লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান তুহিন, অর্থ সম্পাদক মাজেদুল হক আকন্দ, আন্তর্জাতিক সম্পাদক মুক্তি মাহমুদ শেখ প্রমুখ নেতৃবর্গ। পরে নিরাপদ সড়কের দাবী সম্মলীত আদমদীঘি হাসপাতাল, উপজেলা পরিষদের সামনে গতিরোধক স্থাপনসহ ৪টি দাবি সম্মলীত বগুড়া জেলা প্রশাসক বরাবর একটি স্বরকলিপি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের মাধ্যমে প্রদান করা হয়।
আবু মুত্তালিব মতি