সোমবার, ০৮ মে, ২০২৩
30 Nov 2024 10:41 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (৮ মে) দুপুরে উপজেলার সান্তাহার এলএসডি খাদ্যগুদামে সরকারি ভাবে ৪৫ মেট্রিক টন চাল ও কৃষকের নিকট থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, সান্তাহার সিএসডির ব্যবস্থাপক হারুন-উর রশিদ, এলএসডির ইনচার্জ আজিজুল ইসলাম, আদমদীঘি এলএসডি ইনচার্জ মকদুবুল হক, নসরতপুর এলএসডি ইনচার্জ পরেশ চন্দ্র মাহাত, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আহম্মাদ আলী সরদার প্রমুখ।
চলতি ইরিবোরা মৌসুমে অত্র উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৯৩৮ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় করা হবে এবং ৪৪ টাকা কেজি দরে ১১ হাজার ৯২৯ মেট্রিক টন চাল চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী জানান।