সোমবার, ০৮ মে, ২০২৩
30 Nov 2024 10:39 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় বন্দি এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লিপন মিয়া (৪০) নামের ওই হাজতি মারা যান।
শনিবার (৬ মে) গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিশ্বেশ্বর চন্দ্র রায় এ তথ্য জানান। মারা যাওয়া লিপন মিয়া গাইবান্ধা জেলা হাসপাতাল রোডের সাইফুল ইসলামের ছেলে।
বিশ্বেশ্বর চন্দ্র জানান, গতকাল রাত সাড়ে তিনটার দিকে একজন হাজতিকে জেলা কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতি লিপন মিয়ার স্বজনরা জানান, গত ৪ মে রাতে মাদক মামলায় গ্রেপ্তার হন লিপন মিয়া। গতকাল ৫ মে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। আজ শনিবার সকালে জেলখানা থেকে খবর দেওয়া হয় লিপন মারা গেছে।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মাদক সেবনের অভিযোগে গত ৪ মে রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি সুস্থ ছিলেন। মাদক সেবনসহ চারটি মামলা তার বিরুদ্ধে রয়েছে।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হন হাজতি লিপন। তাকে জেলা কারাগার হাসপাতালে নেবুলাইজ করে সুস্থ করা হয়। রাত ৩টার দিকে তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই হাজতিকে মৃত ঘোষণা করেন।