রবিবার, ০৭ মে, ২০২৩
30 Nov 2024 10:33 pm
নাটোর প্রতিনিধিঃ- নাটোরের লালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি ও গোপালপুর ফুটবল একাদশের মধ্যেকার প্রীতি ম্যাচ ড্র হয়েছে। ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির খেলা দেখতে বিকেলে তীব্র রোদ উপেক্ষা করে দুরদুরান্ত থেকে দলে দলে স্টেডিয়ামে আসেন ফুটবল প্রেমী মানুষেরা। খেলা শুরুর অনেক আগেই পূর্ণ হয়ে যায় স্টেডিয়ামটি। সব মিলিয়ে মাঠে ক্রীড়ামোদী দশর্কের ঢল নামে।
শনিবার (৬ মে) স্থানীয় লাভলী ফাউন্ডেশনের আয়োজনে ৯০ মিনিটের এই খেলা গোলশূন্য ড্র হয়েছে। খেলার দ্বিতীয়ার্ধে ব্যারিষ্টার সুমন মাঠে নামেন। খেলায় অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা, লাভলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সিলভিয়া পারভিন লেনী প্রমুখ।
খেলা শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) বলেন, লালপুরের মানুষ যে ফুটবল ভালোবাসেন, তা দর্শক দেখে বোঝা গেল। আজ স্টেডিয়ামে যে পরিমাণ মানুষ আসছে, এর মানে হচ্ছে, ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আছে। হয়তো ভালো খেলা আমরা দিতে পারি না, সে জন্য মানুষ মাঠে আসে না। বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে হলে সবাইকে নেমে পড়তে হবে। প্রতিটি জেলায় যদি ক্রীড়াপ্রেমী মানুষ জন্মায়, তাহলে দেশে ফুটবলকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমি আপনাদের কাছে আসি শুধু ফুটবলের জন্য। আর বলতে চাই, জীবনে পড়াশোনা ছাড়া কোনো সম্ভাবনা নাই।’
ব্যারিস্টার সুমন আরো বলেন, যখন ভালো ভালো পরিবারের আদর্শ মানুষগুলো দাঁড়িয়ে যাবে, তখন সমাজ এমনিতেই ভালো হয়ে যাবে। দেশের দুর্নীতিবাজ ও ঘুষখোর ব্যক্তিরা এমনিতেই পালিয়ে যাবে।’
মো. আশিকুর রহমান টুটুল