রবিবার, ০৭ মে, ২০২৩
30 Nov 2024 10:28 pm
নাটোর প্রতিনিধিঃ- নাটোরের লালপুর উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি স্থগিত ও উপজেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে পাঠানো শোকজ নোটিশ গঠনতন্ত্র এবং বিএনপির কনভেনশনাল রাজনীতির পরিপন্থী বলে দাবি করেছেন উপজেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ।
শনিবার (৬ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেছেন উপজেলা কমিটির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন ও সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু।
বিজ্ঞপ্তিতে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু বলেন, তারা কোনো অনিয়ম করেননি। সব নিয়ম অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। শোকজ নোটিশের জবাবও জেলা নেতাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই দেবেন।’
লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মের কোন ব্যাত্যয় ঘটেনি। প্রতিটি ইউনিয়ন এ কর্মী সম্মেলনের মাধ্যমে থানা আহবায়ক কমিটির সকল যুগ্ম আহবায়ক এবং সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি স্থগিত ও শোকজ গঠনতন্ত্র এবং বিএনপির কনভেনশনাল রাজনীতির পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।
এটি দলীয় অভ্যন্তরীন বিষয় হওয়া সত্বেও বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার হওয়ায় সাংবাদিক ও বিভিন্ন মহল থেকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যার কারণে শোকজের জবাব দেওয়ার আগেই তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের বিষয়টি অবগত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক কমিটির অন্যতম সদস্য ফারজানা শারমিন পুতুল বলেন, ‘আমি চিঠি দেখেছি এবং বিষ্মিত হয়েছি। গত ২৪ এপ্রিল তারিখে লালপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি অনুমোদন দেওয়া পর্যন্ত নাটোর জেলা কমিটি কর্তৃক কোন ইউনিয়ন সম্পর্কে কোন ধরনের অভিযোগ লিখিত কিংবা মৌখিকভাবেও লালপুর উপজেলা আহবায়ক কমিটিকে জানানো হয়নি। তিনি বলেন, বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে অবহিত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানাবেন।
এদিকে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ২০২১ সালে কমিটি গঠনের পর থেকে উপজেলা আহ্বায়ক কমিটি পরিচিতি সভা ছাড়া কোন সভা করেননি। নিয়ম অমান্য করে সম্মেলন ছাড়া আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে পরামর্শ না করে অযোগ্য লোক দিয়ে গত ২৪ এপ্রিল ৮টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছিল।
উপপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সহ কয়েকজন সদস্যর আবেদনের প্রেক্ষিতে জেলা বিএনপি তদন্ত করে ব্যাপক অনিয়ম পাওয়ায় গত বুধবার (৪ মে) এসব কমিটি স্থগিত ও উপজেলা কমিটির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন ও সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুকে শোকজ করা হয়েছে। অসাংবিধানিক ও নিয়ম বর্হিভূতভাবে কমিটি গঠন করায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী সাত দিনের মধ্যে স্বশরীরে জেলা কার্যালয়ে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
মো. আশিকুর রহমান টুটুল