রবিবার, ০৭ মে, ২০২৩
30 Nov 2024 06:30 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বগুড়ার কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ/২৩ইং এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুজ্জামান, কাহালু খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনোয়ারুল হাসান সহ স্থানীয় সাংবাদিক ও মিলারবৃন্দ।
উল্লে¬¬খ্য যে, চলতি মৌসুমী কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে ৩ হাজার ৮ শত ৫০ মেঃ টন সংগ্রহ করা হবে এবং কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা দরে ১ হাজার ৩ শত ৮০ মেঃ টন সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহের মেয়াদ ৩১ আগষ্ট/২৩ইং।