রবিবার, ০৭ মে, ২০২৩
30 Nov 2024 10:45 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি হাটবাজার গুলোতে গত কয়েক দিনের ব্যবধানে সবজির বাজারে লেগেছে আগুন। দেড়‘শ টাকা কেজির আদা এখন ডাবল সে ুরী করে ২শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি, ভোজ্য তেল, ডাল, মাছ, ডিম, মুরগিসহ নিত্যপন্যের দামের উর্দ্ধগতিতে পন্য কিনতে গরীব ও মধ্যবিত্ত মানুষরা হিমশিম খাচ্ছে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে লাগামহিন ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তারা হাট বাজারে প্রয়োজনীয় পন্য কিনতে হিসাব মিলাতে পারছেনা।
গতকাল শনিবার (৬ মে) বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাটবাজার গুলো সরজমিনে ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে হুহু করে বাড়ছে জিনিসপত্রের দাম। দেড়শ টাকা কেজির আদা এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, ৬০ টাকা কেজির পোটল ৮০ টাকা, ৮০ টাকার কাঁচা মরিচ ১২০ টাকা, ৬০ টাকা কেজির করলা ৮০ টাকা, ৪০ টাকা কেজির বেগুন ৮০ টাকা, ৮০ টাকা কেজির সজনে ১২০ টাকা, ৪০ টাকা কেজির পেঁয়াজ ৬০ টাকা, ১৩০ টাকা কেজির রসুন ১৬০ টাকা, সয়াবিন তেল ১৮৫ টাকা কেজি থেকে বৃদ্ধি পেয়ে এখন ১৯২ টাকা, চিনি ১২০ টাকা থেকে ১৩৫ টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি থেকে বৃদ্ধি পেয়ে ২২০ টাকা, লাল পাকিস্থানি মুরগী ৩০০ টাকা কেজি থেকে ৩৩০ টাকা, দেশী মুরগী ৪৫০ টাকা থেকে ৫৫০ টাকা কেজি. ৪০ টাকা এক হালি ডিম বিক্রি হচ্ছে ৪৪ টাকা। মুরগী ব্যবসায়ী রেজাউল ইসলাম, সালগ্রামের তুহিন ও ডিম ব্যবসায়ী মোরসালিন জানায়, গত কয়েক দিন যাবত সরবরাহ কম থাকায় হটাৎ করে মুরগী ও ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। সবজি ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও মনসুর আলী জানায়, সবজির দাম মোকামে বৃদ্ধি পাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তেতুলিয়া গ্রামের বাজার করতে আসা জিল্লুর রহমান ও তালশন গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন জানায়, জিনিসপত্রের দাম বাড়ায় আমাদের মতো খেটে খাওয়া মানুষের সংসার চালানো দুর্বিসহ হয়ে উঠেছে। বাজার নিয়ন্ত্রনে সরকারের তদারকি বৃদ্ধি করা প্রয়োজন। কাঁচা মরিচ কিনতে আসা কোমারপুর গ্রামের এরশাদ জানায়, গত দুইদিন আগে যে কাঁচা মরিচ ছিল ৮০ টাকা গতকাল শনিবার তা বৃদ্ধি পেয়ে ১২০ টাকা কেজি কিনতে হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি