শনিবার, ০৬ মে, ২০২৩
30 Nov 2024 06:33 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মারপিট ও এনআইএ্যাক্ট মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে নারীসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার গোড়গ্রাম ও ছোটআখিড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি সদর ইউপির গোড়গ্রামের আল-আমিন, সুমন প্রামানিক, আতিকুর সরদার, তার ভাই রকি সরদার ও জামিদুল সরদার, ছাতিয়ানগ্রাম ইউপির ছোটআখিড়া গ্রামের শাহিন, তার ভাই মানিক, আক্কাছ আলী ওরফে রাখাল, সুলতানা বেগম ও বিজলী বেগম। এছাড়া এনআইএ্যাক্ট মামলায় সান্তাহার ইউপির পশ্চিম ছাতনি গ্রামের শিল্পী বেগমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার ( ৫ মে) রাতে মারপিটসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার (৬ মে) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।