শনিবার, ০৬ মে, ২০২৩
30 Nov 2024 04:36 pm
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে ঘুষ বাণিজ্যের অভিযোগে প্রত্যাহারকৃত পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনর ঘুষ বাণিজ্য, ষড়যন্ত্রমূলক মামলা দায়ের পূর্বক হয়রানীসহ নানা অনিয়ম, দূর্নীতির প্রতিবাদ ও প্রত্যাহার আদেশ দ্রুত বাস্তবায়নসহ অপসারণের দাবীতে মানববন্ধন করেছে ওসি কর্তৃক হয়রানীর শিকার অসহায় মানুষের পক্ষে পীরগঞ্জের জনগণ।
পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে শনিবার সকাল ১১টায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, পীরগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এবং জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন এমপি’র নির্বাচনী এলাকা। এই গুরুত্বপূর্ণ এলাকার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৫ লাখ মানুষের অন্যতম আস্থার স্থান পীরগঞ্জ থানা। স¤প্রতি এই থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই জাকির হোসেন অবাধে শুরু করেন ঘুষ বাণিজ্য। সেই সাথে তিনি মোটা অংকের অর্থের বিনিময়ে মামলা রেকর্ড, বাদী-বিবাদী উভয় পক্ষের নিকট থেকে টাকা নিয়ে সামাজিক দ্ব›দ্ব জিইয়ে রেখে অনৈতিক ঘুষ বাণিজ্যে মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন।
স¤প্রতি এ রকম একটি ঘুষ বাণিজ্যের অভিযোগে গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে রংপুর পুলিশ সুপার প্রাথমিক সত্যতার ভিত্তিতে তাকে পীরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে। ওই প্রত্যাহার আদেশ পাওয়ার পরেও রহস্যজনকভাবে ওসি জাকির হোসেন স্বপদে বহাল থেকে প্রতিশোধ পরায়ন হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের সহ নানা ভাবে অসহায় মানুষ জনকে হয়রানী করছে বলে অভিযোগ করে। ওসি জাকির হোসেন পীরগঞ্জে কর্মরত থাকলে আরও অনেক মানুষ হয়রানীর শিকার হবার আশংকা করছে। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ঘুষখোর ওসি জাকির হোসেনর অপসারণ দাবী করেন, তদন্ত সাপেক্ষে দূর্নীতিবাজ ওসি’র দৃষ্টান্তমূলক শাস্তিও দাবী করেন। সেই সাথে ওসি জাকির হোসেনের কারণে ক্ষতিগ্রস্থ পরিবার কে ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান। ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহার করে দালাল মুক্ত পীরগঞ্জ থানা চাই বলে জানান। এই দাবীগুলোর সাথে একমত পোষণপূর্বক পীরগঞ্জ থেকে ওসি জাকির হোসেনের দ্রুত অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহŸান জানায়। এতে ভুক্তভোগিদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার খালাশপীর হাটের বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী সুলতান মাহমুদ, এলজিইডি’র প্রথম শ্রেনীর ঠিকাদার ওয়ালিউর রহমান রুপম,আলতাব হোসেন, টুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রিপন মেম্বর, উজ্জ্বল,মিঠিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আফিরুল ইসলাম, পুলিন চন্দ্র, দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ্যাড, কাজী লুমুম্বা লুমু, উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক এ্যাড. আবু সুফিয়ান হিরু, উপজেলা ভ‚মিহীন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, কমিউনিষ্ট পার্টির নেতা প্রবীন রাজনীতিবীদ মোস্তফা রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধি, গনমাধ্যমকর্মীবৃন্দ।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ, রংপুর।