শনিবার, ০৬ মে, ২০২৩
30 Nov 2024 04:51 pm
৭১ভিশন ডেস্ক:- সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে উত্তরবঙ্গ হতে অধিক সংখ্যক জনশক্তি বিদেশ প্রেরণের কর্মকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মমইন কনফারেন্স হলরুমে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সী বগুড়া এ কর্মশালার আয়োজন করে।
টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশের ৮৬ লক্ষ জনশক্তি বিশে^র বিভিন্ন দেশে কর্মসংস্থান পেয়েছে। এতে প্রতি বছর ২৪৩ ইউএস বিলিয়ন ডলার রেমিটেন্স আয় করা হচ্ছে। ২০২২ সালে ১১ লাখ ২২ হাজার মানুষ কর্ম নিয়ে বিভিন্ন দেশে যাবার ফলে দেশের রেমিটেন্স ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের সময় দেশের বাহিরে কর্মসংস্থান বাড়ার কারণে চতুর্থ শিল্পবিপ্লবে এ দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, পিডিও সার্টিফিকেট প্রাপ্তি ও আবেদন প্রক্রিয়া বিগত সময়ে জটিল থাকলেও বর্তমানে অনলাইনের আওতায় আসায় সেবারমান মানুষের দোড় গোড়ায় পৌছে গেছে ও সহজতর হয়েছে। ভিশন ৪১ বাস্তবায়নের লক্ষে জনশক্তি রপ্তানিতে প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ দিতে হবে। আমাদের প্রত্যেককেরই প্রশিক্ষিত হতে হবে। বগুড়ার মানুষ নানা ধরেনের প্রশিক্ষণে অনেক পিছিয়ে। টিএমএসএস কর্তৃপক্ষ নানা ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে জনগণকে জনশক্তিতে রুপান্তিত করে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করলে বগুড়া জেলা আর পিছিয়ে থাকবে না। কাজে দক্ষ, ভাষায় দক্ষ, কর্মপরিবেশে দক্ষ হলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু মারুফ, কর্মসংস্থান ও জনশক্তি বগুড়ার সহকারি পরিচালক আতিকুর রহমান, জয়পুরহাটের সহকারি পরিচালক মোশারফ হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, টিএমএসএস পরামর্শক আয়শা বেগম, (আইসিটি) সেক্টর প্রধান নিগার সুলতানা, আয়োজিত প্রতিষ্ঠানের এমডি আব্দুর রউফ প্রমুখ।