বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩
30 Nov 2024 04:44 pm
৭১ভিশন ডেস্ক:- ঢাকা- ০৪ মে, বৃহস্পতিবার, ২০২৩। আগামী ০৬ মে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
আগামী ০৬ মে শনিবার সকাল ০৯ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হবে। এরপরই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং সকাল ১১ টায় বনানী চেয়ারম্যান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন - জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন - পার্টির সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকতম হোসেন খোকা এমপি'র সভাপতিত্বে উক্ত আলোচনা সভা সঞ্চালনা করবেন - কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন।
আলোচনা সভায় জাতীয় পার্টি পরিবারের সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।