বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩
22 Nov 2024 02:31 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার আদমদীঘতিে শুরু হয়ছেে ইরি বোরো মৌসুমরে ধান কাটা। কৃষকরা ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছনে। তাই কৃষকরে মনে দোলা দচ্ছিে এক ভন্নি আমজে। আবহাওয়া অনুকুলে থাকায় শস্য ভান্ডার বলে খ্যাত এ উপজলোয় এবারও ইরবিোরো ধানরে বাম্পার ফলন হবে বলে কৃষক আশা করছনে।
আদমদীঘি উপজলো কৃষি অফসি সূত্রে জানাযায়, চলতি মৌসুমে উপজলোর একটি পৌরসভা ও ৬ টি ইউনয়িন মলিে এবার ১২ হাজার ৪৫০ হক্টের জমতিে ইরবিোরো ধান চাষ করা হয়।
এরমধ্যে জরিাশাইল, কাটারী ভোগ, ব্রি-আর-৮৯, ব্রি-আর-৯০সহ বশে কয়কে জাতরে ইরি বোরো ধান রোপন করা হয়। চলতি মৌসুমে ইরিবোরো ধান গাছে তমেন কোন রোগবালাই দেখা দেয়।ধানের শীষ ভাল রাখতে কৃষকরা র্সাবক্ষনকি পরর্চিযা ও রোগবালাই দমনে তীব্র রোদরে মধ্যওে কৃষকরা তাদরে জমতিে কীটনাশক স্প্র-েকরছনে। পাকা ইরবিোরো ধান ঘওে তুলতে এক মূর্হুতরে জন্যওে বশ্রিাম নয়োর ফুরসত নেই কৃষকদের।
মাঠে মাঠে হাওয়ায় দুলছে পাকা ইরবিোরো ধানরে গাছ পাতা শীষ আর আনন্দে দুলছে কৃষকদরে মন। আবহাওয়া অনুকুলে থাকায় ফুরফুরে মজোজে রয়ছেে কৃষকরা। ইতমিধ্যে আগাম জাতরে ধান কাটা শুরু হয়ছে।ে কৃষক রহমান ময়িা, রজোউল জানায়, এবার ক্ষতেে রোগ বালাই কম হওয়ায় ইরবিোরো ফলন ভাল হয়ছে।ে প্রাকৃতকি র্দুযােগ না হলে এবারও বাম্পার ফলন আশা করা যাচ্ছে।
আদমদীঘি উপজলো কৃষি অফসিার মঠিু চন্দ্র অধকিারী জানায়, কৃষি অফসিরে পরার্মশে ধান গাছরে সঠকি নয়িমে পরর্চিযা ও রোগবালাই নাশক ব্যবহার করছেনে কৃষকরা। একারনে ইরি বোরো ধানরে ফলন ভালো হয়ছে।ে প্রাকৃতকি র্দুযােগ না হলে এবারও বাম্পার ফলনরে সম্ভাবনা রয়েছে।