বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩
24 Nov 2024 02:23 pm
৭১ভিশন ডেস্ক:- শীর্ষস্থান ফিরে পেতে ঘরের মাঠে ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (৩ মে) দিবাগত রাত একটায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে ম্যানচেস্টার সিটি। এ লিগে শেষ পাঁচ ম্যাচের একটিতেও হারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। টেবিলের শীর্ষস্থানও দখলে নিয়েছিল তারা। তবে এমিরেটসে মার্টিন ওডেগার্ডের জোড়া গোলে আর্সেনালের ৩-১ ব্যবধানের জয়ে টেবিলের শীর্ষস্থানটা হারাতে হয় সিটিজেনদের। সেই স্থান পুনরুদ্ধার করতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম।
সিটিজেনদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম। কেননা ইপিএলে খুব একটা ভালো সময় কাটছে না ওয়েস্টহ্যামের। লিগে শেষ ৫ ম্যাচের মাত্র দুটিতেই জয় পেয়েছে তারা। টেবিলে আছে ১৫তম স্থানে। তবুও শিরোপার দৌড়ে এগিয়ে থাকতে এ ম্যাচে বিন্দুমাত্র ছাড় দিবেন না সিটি বস। দলের সেরা তারকা আর্লিং হল্যান্ডও আছেন দারুন ছন্দে। এখন পর্যন্ত ৩৪ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা নরওয়েজিয়ান তারকা। এছাড়া আজকের ম্যাচে গোল করতে পারলেই ইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল দেয়ার তকমাটা গায়ে জড়াবেন এই স্ট্রাইকার।