বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩
30 Nov 2024 04:34 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংকালে ৩ কেজি গাজা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী'র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ নিয়মিত সড়ক মহাসড়কে যাত্রীবাহি সহ সন্দেহভাজন পরিবহন গুলো চেকিং চলমান রয়েছে। এ অভিযানে প্রতিদিন কমবেশী মাদক উদ্ধার ও মাদককারবারিরা ধরা পড়ছে।
থানা পুলিশের চলমান অভিযানের ধারাবাহিকতায় এসআই শাহজাহান মিয়া এর নেতৃত্বে আজ ৩ মে বুধবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী চেকিংকালে রংপুর টু বগুড়াগামী “রয়েল এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাস, যাহার রেজিঃনং- রংপুর-ব- ১৩-২১৯৭, থামিয়ে যাত্রীবেশী স্মৃতি আক্তার (৩০) এর নিকট হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত স্মৃতি আক্তার (৩০) বগুড়া জেলার গাবতলী থানার বাঘবাড়ী সরকার পাড়ার মন্টু সরকারের মেয়ে। এরআগে পৃথক এক অভিযানে পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামে নিজবসতবাড়ী হতে ৫৫ পিস ইয়াবাসহ মোঃ রায়হান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে ঐ গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।