বুধবার, ০৩ মে, ২০২৩
30 Nov 2024 04:52 pm
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা বাস মালিক গ্রæপ ও বগুড়া জেলার শাহ্ ফতেহ্ আলী বাস মালিকের বিরোধে নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৩ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
নওগাঁ জেলা বাস মালিক গ্রæপের সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদের আগে নওগাঁ থেকে ঢাকাগামী ৩ টি এসি বাস বরেন্দ্র এক্সপ্রেস ব্যানারে চালু করে নওগাঁ জেলা বাস মালিক গ্রæপ। বুধবার সকালে হঠাৎ করে বগুড়া চারমাথায় আমাদের একটি এসি বাস আটকে দেয় বগুড়া শাহ্ ফতেহ্ আলী বাসের মালিক আমিনুল ইসলামের লোকজন। এরপর আমরা তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাদের জানান, নওগাঁ থেকে কোন এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দিবে না। অথচ শাহ্ ফতেহ্ আলী অসংখ্য এসি বাস নওগাঁ থেকে ঢাকাতে যায়। এবিষয়ে আমরা কিছুই বলিনা। গতকাল যখন আমাদের একটা বাস তারা আটকে দেয়, এজন্য আমরাও তাদের একটা বাস আটকে দিয়েছি।’
শহিদুল ইসলাম আরও বলেন, ‘আপাতত নওগাঁ থেকে ঢাকাগামী সকল বাস আত্রাই হয়ে নাটোর দিয়ে ঢাকা যাচ্ছে। পাশাপাশি নওগাঁ- বগুড়া রুটে অভ্যন্তরীণ বাসগুলো নওগাঁ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বগুড়ার সীমানায়। আপাতত দুই জেলার সাথে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।’
এ বিষয়ে শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলাম জানান, নওগাঁর বাস মালিক গ্রæপ তাদের অভ্যন্তরীণ রোড থেকে প্রায় ৩৫ টি বাস বগুড়ার হয়ে ঢাকাতে চলে। এবিষয়ে আমরা তাদের কিছুই বলিনি। কিন্তু আমাদের একটা দাবী ছিলো যেহেতু সাপাহার থেকে শাহ্ ফতেহ্ আলী একটি বাস চলে, সেখান থেকে আরও একটা বাস চালানোর জন্য প্রস্তাব করি। কিন্তু নওগাঁ জেলা বাস মালিক গ্রæপ সেটি মানান নাই। এরইমধ্যে হঠাৎ করে নওগাঁ থেকে তিনটি এসি বাস চালু করে তারা। সেহেতু বাস চালানোর বিষয়টি সমঝোতার ভিত্তিতে হয়, এই বিষয়ে তারা আমাদের কিছুই বলেনি। এজন্য তাদের বাস আটকে দেওয়া হয়েছে। এবং তারাও আমাদের একটা বাস আটকে দিয়েছে।