বুধবার, ০৩ মে, ২০২৩
30 Nov 2024 11:32 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বেধরক মারধরে তোজাম্মেল মন্ডল ও হাফিজার রহমান নামের দুই ভাইকে আহত করার পর এক ভাই হাসপাতালে কাতরালেও ৫দিন যাবত পুলিশ কোন সুরাহা করতে পারেনি বলে বাদি প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহিন হয়ে পড়ছে বলে তোজাম্মেল হক জানান।
থানায় দায়ের করা অভিযোগে জানাযায়, আদমদীঘির চাটখইর গ্রামের তোজাম্মেল হক মন্ডল গত ২৮ এপ্রিল তার বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যান। এসময় প্রতিপক্ষ হাফেজ মিন্টুসহ তার লোকজন পূর্বশক্রতারমুলক ভাবে বাঁশ কাটতে বাঁধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাদি তোজাম্মেল হক মন্ডল ও তার বড় ভাই হাফিজার রহমানকে লাঠি দিয়ে বের মারধর করে আহত করে। পরে স্থানীয় লোকজন হাফিজার রহমানকে গুরুত্র অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করার।
এ ঘটনায় তোজাম্মেল হক বাদি হয়ে একই গ্রামের হাফেজ মিন্টু বুলবুলসহ ৫জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত াভিযোগ করেন। থানার উপ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেও ৫দিন যাবত কোন সুরাহা করতে পারেনি। ফলে বাদি তার পরিবার নিয়ে নিরাপত্তাহিন হয়ে পড়ছেন বলে দাবী করেন। অভিযোগ তদন্তকারি উপ পরিদর্শক বিষয়টি পারিবারিক হওয়ায় উভয় পক্ষকে ডেকে একটি সমাধানের চেষ্টা চলছে।