বুধবার, ০৩ মে, ২০২৩
10 Nov 2024 03:47 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃতীব্র তাপদাহে গাইবান্ধার আম চাষে বিপর্যয় দেখা দিয়েছে ।
লাগাতার তাপদাহ ও গরমে গাছ থেকে ঝরে পড়ছে বাড়ন্ত আম । এতে বিপাকে পড়েছেন বাগান মালিক ও আম চাষীরা । গাছে সেচ ও স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না তারা । গাছ থেকে আম ঝরে পড়ে যেনো এক প্রকার আমের বিছানা লেগেছে বাগানগুলোতে ।
জেলার পলাশবাড়ী, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, সদরসহ ৭ টি উপজেলার
এ বছর ১ হাজার ৭ শ ৭২ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরেজিমন তথ্যানুসন্ধানে দেখা যায় গাইবান্ধার জেলায় ৭ টি উপজেলায় গোপালভোগ , সূর্যাপূরী , আম্রপালী , ল্যাংড়া , ফজলি, বউভূলানী , আসিনিয়া , ছাতাপড়া , চিনিফজলী , সুরমাই , মিশ্রীভোগ কালাপাহাড়ী , গুটি , মধুচুষি , খিরশাপাতি প্রায় ১৫ থেকে ২০ প্রজাতির আম চাষ হচ্ছে ।
গাছে এবার আমও ধরেছে ভালো ।কিন্তু আমে এবার বিপর্যয় দেখা দিয়েছে । তীব্র তাপদাহে গাছ থেকে ঝরে পড়ছে বাড়ন্ত আম ।
পলাশবাড়ীর করতোয়া পাড়ায় আম বাগান মালিক হারুন হোসেন জানালেন , তারা আম নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন । প্রচন্ড তাপদাহে গাছ থেকে আম পড়ে বিছানা লেগেছে । এতে বিপাকে পড়েছেন বাগান মালিক ও আম চাষীরা ।
গাছে সেচ ও স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না তারা । গাছ থেকে আম ঝরে পড়ে এক প্রকার যেনো আমের বিছানা লেগেছে আম বাগান গুলোতে ।
আম বাগান কিনে এবার ক্ষতির আশংকা করছেন আম বাগান ক্রেতারা । আমচাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে এমনটাই দাবি করেছেন কৃষি বিভাগ ।
প্রায় তিন সপ্তাহ ধরে প্রায় ৩৯ ডিগ্রী সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে । বৃষ্টি না হওয়ায় গরমে গাছের আম ঝরে পড়ছে ।
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান মালিক বলেন আমের ফলন ভালো হলে ও অতিরিক্ত খড়ার কারনে গাছ থেকে আম ঝড়ে পরছে।কৃষি বিভাগের পরামর্শ প্রয়োজন।
সাদুল্লাপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক বলেন অতিরিক্ত খড়ায় আম ঝড়ে পরছে। আম ঝড়ে পড়া প্রতিরোধে আম গাছের গোড়ায় পর্যাপ্ত পানি রাখতে হবে।এছাড়াও পটাস সালফার প্রয়োজন মোতাবেক গাছের গোড়ায় দিতে হবে।
পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার ফাতেমা কায়সার মিশু কাছে জানতে চাইলে তিনি আম উৎপাদন - বিপনন ও বিপর্যয় নিয়ে নিদিষ্ট কোন তথ্য প্রদান করতে পারে নাই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ পরিচালক খোরশেদ আলম বলেন বৃষ্টি না হলে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকলে এবার আম উৎপাদনে বিপর্যয়ে পড়বে বাগান মালিক ও আমচাষীরা । এ পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগ আম চাষীদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন । আম গাছের আমের ডগা-পাতায় পানি। স্প্রে এবং গাছের গড়ায় সেচ অব্যাহত রাখতে বলছেন ।
কৃষি বিভাগ যাই বলুক এই আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে আম চাষ ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষিবিদসহ আম চাষী ও আম ব্যবসায়ীরা।