সোমবার, ০১ মে, ২০২৩
30 Nov 2024 11:28 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া পৌর ছাত্রলীগের উদ্যোগে জেলার গাবতলী উপজেলার উনচুরকি গ্রামে প্রান্তিক কৃষক আব্দুল গফুরের ৩৩ শতক জমির নুয়ে পড়া ধান কেটে ঘরে তুলে দেয়া হয়েছে। সোমবার দুপুরে সোমবার (১ মে) দুপুরে পৌর ছাত্রলীগের প্রায় ৪০ জন নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়।
প্রান্তিক কৃষকদের ধান কর্তনকালে বগুড়া পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির, সহ-সভাপতি মাহবুবুল হক শাফিন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী সরকার, রাফিউর রহমান, তানভীর রহমান কৌশিক, সাংগঠনিক সম্পাদক জয় কুমার দাস, তানিন আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, গাবতকী উপজেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক বর্ন, জেমিন, আলীরাজ, মাহফুজ, বগুড়া পৌর ছাত্রলীগ নেতা তাসফিকুর রহমান, সিরাজ উদ্দিন জয়, তুর্য, সাব্বির, তিতাস, মারুফ, লিখন, দীপ্র, অপূর্ব, ফাহাদ, আরমান, সার্জিল, জাহিদ, জনি, সাকিব, মেহেদী, সোয়াদ, জাকারিয়া সহ আরও অনেকে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বগুড়া জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে আমরা প্রাথমিক কৃষকের ধান কেটে দিয়েছি। ঝড়-বৃষ্টিতে নুয়ে পড়া গাবতলী উপজেলার উনচুরকি গ্রামের কৃষক আব্দুল গফুরের ৩৩ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি। আমরা জানতে পারি যে নুয়েপড়া ধান কাটতে রাজি নন মজুররা। এসময় মজুরদের দাম অনেক বেশি। তাই বিপাকে ছিলেন কৃষক আব্দুল গফুর। আমরা তার ধান কেটে ঘরে তুলে দিয়েছি। আগামীতে আমরা বগুড়া জেলার যেখানেই খবর পাবো, যে কোন কৃষক তার জমিতে ধান কর্তন নিয়ে অসুবিধায় রয়েছে। আমরা সেখানে গিয়েই ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিব। আর এই কর্মসূচি পালনে বগুড়া জেলা ছাত্রলীগের সকল ইউনিট প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
বিপাকে থাকা কৃষক আব্দুল গফুর জানান, বৃষ্টির কারণে জমির ধান নুয়ে পড়েছে। তা কাটা নিয়ে বিপাকে ছিলেন। ধানকাটার মজুর পাচ্ছিলেন না। ছাত্রলীগের ছেলেরা খোঁজ পেয়ে ধান কেটে দিয়েছে। তাদের ও শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।