সোমবার, ০১ মে, ২০২৩
30 Nov 2024 04:38 pm
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- আন্তর্জাতিক মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আজ সোমবার (১লা মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, আজ আন্তর্জাতিক মে দিবস সরকারি ছুটি হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম