রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 09:48 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুরে এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে নকল করার দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) ১২টায় মেলান্দহ উপজেলায় তিনজন ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত তিনজনের মধ্যে দুজন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপরজন শিহাটা গমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তারা তিনজনই ভোকেশনাল শাখার শিক্ষার্থী। এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলায় বহিস্কৃত একজন মাদরাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জানান, পরীক্ষায় নকল করার দায়ে দুই উপজেলায় চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এবার সারা জেলায় ৮৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬ শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ কোর্সে ৫২টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৬ হাজার ৫শ ৮৮ জন, ভোকেশনাল কোর্সে ২১টি কেন্দ্রে ৪ হাজার ২শ ৩৩ জন ও মাদরাসা কোর্সে ১৩টি কেন্দ্রে ৪ হাজার ৮শ ৩৭ জন শিক্ষার্থী।