রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 11:25 am
শাহ্আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পশ্চিম সীমান্তবর্তী মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি সুনাম ও ঐতিহ্য নষ্টের ষড়যন্ত্রের অংশ হিসাবে বিদ্যালয় পরিচালনায় কোন ম্যানেজিং কমিটি গঠন করা হচ্ছে না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এডহক কমিটির সভাপতি পরস্পর যোগসাজসে স্থায়ী কোন ম্যানেজিং কমিটি গঠন করছেন না। অভিযোগে জানা গেছে ইতিমধ্যে একাধিক বার (কয়েকবার) এডহক কমিটি গঠন করা হয়। ৪র্থ বারের এডহক কমিটির মেয়াদ ও প্রায় শেষের দিকে। অথচ এবারও কমিটি নির্বাচনে কোন কার্যক্রম নেই।
বর্তমানে আবারো ৫ম বারের মতো এডহক কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে বলে বিদ্যালয়ের একজন অভিভাবক অভিযোগ করেন। অভিযোগকারী শহিদুর রহমান নামের ওই অভিভাবক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ জামালপুর জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর ম্যানেজিং কমিটি গঠনের জন্য আবেদন জানিয়েছেন।
এরপরও মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম রক্ষার্থে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এডহক কমিটির সভাপতি বিধিবহির্ভূত ষড়যন্ত্রের হাত থেকে বিদ্যালয়কে রক্ষা করে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে তিনি শঙ্কামুক্ত হতে পারছেন না। এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পাবার অসৎ উদ্দেশ্য নিয়ে কমিটি গঠনের কালক্ষেপন করা হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।