রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
09 Apr 2025 12:43 am
![]() |
গত ছয় দশকের মধ্যে বর্তমানে চীনে জন্মহার সবচেয়ে কম। এই অবস্থায় গত মার্চেই বিশেষজ্ঞদের একাংশ অবিবাহিত নারীদের টেস্টটিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার জন্য উৎসাহিত করতে সরকারকে পরামর্শ দিতে থাকেন। তখন অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি সরকারের শীর্ষ নেতৃত্ব।
তবে সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশের বেশ কয়েকজন নারীকে আইভিএফ কেন্দ্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তেমনই একজন হলেন ৩৩ বছর বয়সী চেংডু। বিয়ে করতে ইচ্ছুক না হলেও সন্তানের মা হতে চেয়েছিলেন তিনি। কিন্তু এত দিন অবিবাহিত নারীদের সন্তানধারণের অনুমতি দেয়নি জিনপিং সরকার।
জন্মহার বাড়াতে একগুচ্ছ পদক্ষেপও নিয়েছে বেইজিং। বলা হয়েছে, এবার থেকে বিবাহিত নারীদের মতো অবিবাহিতরাও মাতৃত্বকালীন ছুটি পাবেন। সাংহাই এবং দক্ষিণ গুয়াংডং প্রদেশেও অবিবাহিত নারীদের সন্তান ধারণের অনুমতি দিয়েছে প্রশাসন। তবে এ দুই প্রদেশে এখনো পর্যন্ত আইভিএফ পদ্ধতিকে অনুমোদন দেওয়া হয়নি।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, আনন্দবাজার