শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 08:42 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরে প্রতিপক্ষের মারধরে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৩জনকে দুপচাঁচিয়া হাসপতালে ভর্তি করা হয়েছে। এরা হলো আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়ার আজিজার রহমান, ছায়ফুল ইসলাম ও আব্দুল করিম ভুট্টু। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির ২নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে নির্বাচিত সদস্য মোসলিম মন্ডল জানায়, সম্প্রতি উপ নির্বাচনে আমি জয়ী হওয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকরা গত বৃহস্পতিবার গ্রামের বিজ্রের নিকট মসজিদে আমার সমর্থকরা মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপর প্রতিপক্ষের সমর্থকরা চাড়াও হয়ে মারধর করে। এতে অন্তত ১০জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর আজিজার রহমান, ছায়ফুল ইসলাম ও আব্দুল করিম ভুট্টুকে দুপচাঁচিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে তিনি জানান। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এখনও কেউ মামলা দায়ের করেননি।
আবু মুত্তালিব মতি