শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 07:32 am
সঞ্জু রায়, বগুড়াঃ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় বগুড়ার আয়োজনে শুক্রবার বিকেলে কালাই উপজেলা পরিষদ হলরুমে সার ব্যবহারের অপচয় রোধে করনীয় বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালাই জয়পুরহাট এর সহযোগিতায় সভায় প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিউট আঞ্চলিক কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট ঢাকার ফিল্ড সার্ভিসেস উইং পরিচালক মনফিক আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাটি পরীক্ষার মাধ্যমে অজানা মান নির্ণয় করে সুষম মাত্রায় সার ব্যবহারের লক্ষ্যে কৃষকদের আহ্বান জানান। আর সঠিক মাত্রায় সার ব্যবহার নিশ্চিতে কৃষকের যেকোন প্রয়োজনে তারা সর্বদা পাশে আছেন এবং থাকবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ ইনিস্টিউট ঢাকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হালিম, মৃত্তিকা সম্পদ ইনিস্টিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম, কালাইয়ের কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান ও জয়পুরহাটের আহমেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর। এর আগে একই দিন সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সংশ্লিষ্টরা কৃষকদের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন এবং সমসাময়িক সকল বিষয়ে কৃষকদের সচেতন করেন। শুধু তাই নয় মাঠ পর্যায়ে প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার এর যে দীর্ঘমেয়াদি ক্ষতি তাও কৃষকদের বোঝানো হয় এবং তৃণমূলে সার ব্যবহারের অপচয় রোধে কৃষকদের দায়িত্বশীর হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।