বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 10:32 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সদর উপজেলায় সম্রাট মিয়া (২২) নামের এক মাদক কারবাকিকে আটক করেছে র্যাব। একই সঙ্গে তার কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সম্রাট মিয়া পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় থেকে ২২ বোতল ফেনসিডিলসহ সম্রাট মিয়াকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সম্রাট মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দয়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।