বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 12:30 pm
নীলফামারী প্রতিনিধি:- নীলফামারীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীরসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে। বুধবার (২৬ এপ্রিল) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার জলঢাকা ও ডিমলা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের পৃথকভাবে আটক করা হয়েছে।
জলঢাকা থেকে আটক নেতাকর্মীরা হলো শিবিরের জেলা সভাপতি মো. মহসিন, জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামরুজ্জামান, উপজেলা আমীরের ছেলে মোখলেছার রহমান ও ছাত্র নেতা নাইমুল ইসলাম। আর ডিমলা থেকে বালাপাড়া ইউনিয়ন আমীর রবিউল ইসলাম।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের নামে নিয়মিত কোন মামলা নাই। বুধবার সন্ধা ৭ টায় জলঢাকা বাসস্ট্যান্ড থেকে শিবিরের জেলা সভাপতি মহসিন কে ডিবি পরিচয়ে আটক করা হয়।পরে গভীর রাতে আনুমানিক ২ টা থেকে ৩ টা পর্যন্ত অপর ৩ জনকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নেয়া হয়েছে।
একইভাবে ডিমলায় রবিউল ইসলামকেও মধ্যরাতে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে কোন তথ্য দেয়নি প্রশাসন। তারা অভিযোগ করেন, পুলিশ বিনা অপরাধে অসৎ উদ্দেশ্যে হয়রানীমুলক নেতাকর্মীদের আটক করেছে।
এব্যাপারে সাংবাদিকরা সংশ্লিষ্ট থানা, ডিবি কার্যালয়ে যোগাযোগ করলে তারা কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। জেলা পুলিশ সুপারের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় তাদের কোন মন্তব্য জানা সম্ভব হয়নি
এদিকে বেলা ৩ টা ৪০ মিনিটে জেলা পুলিশের ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিয়ে জানানো হয় গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ নীলফামারী বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট-১৫ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।
এগুলো হলো- নীলফামারী থানাঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন; জি আর মামলায় গ্রেফতার-০২ জন; সি আর মামলায় গ্রেফতার-০১ জন। জলঢাকা থানাঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০৪ জন; জি আর মামলায় গ্রেফতার-০১ জন। ডোমার থানাঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০২ জন। ডিমলা থানাঃ সি আর মামলায় গ্রেফতার-০২ জন। কিশোরগঞ্জ থানাঃ সি আর মামলায় গ্রেফতার-০১ জন।
এতে গ্রেফতারকৃতদের পরিচয় তুলে ধরা হয়নি। ফলে জানা যায়নি যে, তাদের মধ্যে জামায়াত শিবিরের নেতাকর্মীরা আছে কি না। থাকলেও তাদের কোন মামলায় আটক বা গ্রেফতার করা হয়েছে।