বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
23 Nov 2024 01:37 am
ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১০ পুলিশ ও এক গাড়ি চালক নিহত হয়েছেন। বুধবার মাওবাদী বিরোধী এক অভিযান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে।
ছত্তিশগড়রে পুলিশ কর্মকর্তারা জানান, অভিযান শেষে বাসতার জেলায় পৌঁছালে বিস্ফোরকের (আইইডি) মাধ্যমে গাড়িটা উড়িয়ে দেয়া হয়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবার মৃত্যু হয়। গোয়েন্দাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল বলেও জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
ছয় দশকের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলন করছে মাওবাদীরা। তাদের দাবি, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, গরিব-দুঃখি মেহনতি মানুষের পক্ষেই তারা আন্দোলন করছেন।
গত শতকের সত্তুরের দশকে তুঙ্গে ওঠেছিল মাওবাদী আন্দোলন। বর্তমানে তা প্রায় মৃত। কিন্তু ছত্তিশগড়সহ দেশটির কিছু গহীন জঙ্গলে এখনও তাদের কিছু তৎপরতা রয়েছে।