মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
26 Nov 2024 03:06 am
অনন্ত জলিলের সিনেমার প্রচারণার সময় নারী সাংবাদিক হেনস্থার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অনন্ত জলিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সিনেমার এতো অডিয়েন্স ছিল, এতো অডিয়েন্স ছিল বর্ষাকেও কয়েকজন মেয়ে আড়াল করে রেখেছিল। আপনারাই বলেন, আপনারা কি বের হতে পারতেন, আমিও কি বের হতে পারতাম? সবার ম্যান্টালিটি এক না।’
ঘটনার পরপর সোমবার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন অনন্ত জলিল। গার্মেন্টস কর্মীদের ভাড়া করা আনা প্রসঙ্গে যারা কথা বলেছেন, সংবাদ প্রকাশ করেছেন তাদের ছোট লোক আখ্যা দিয়েছেন। এবং এদের সংখ্যা হাতে গোণা ৪-৫ জন বলে জানান এই অভিনেতা।
শাকিব খানের বিরুদ্ধে স্লোগান দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন জানিয়ে বলেন, ‘আমি কি বলেছি, যারা স্লোগান দিয়েছে, আমি প্রতিবাদ করেছি। করেছি কি না? আমি নিশ্চই এটাকে সাধুবাদ জানাবো না। আমি এই ধরনের কথায় হ্যাপি না, আমি ওর ছবি দেখবো না, আমার সামনে এসে বলবেন এটায় আমি হ্যাপি না। যারা লোক ভাড়া করে আনার কথা বলেছে, গার্মেন্টস কর্মীদের নিয়ে কথা বলেছে তারা তাদের সম্পর্কে কী জানে? যারা বলেছে, ফেসবুকে শেয়ার করেছে তারা ছোটলোক।’
সাংবাদিকদের উদ্দেশে অনন্ত বলেন, ‘তাই আমি গলা ফেঁড়ে একটাই কথা বলি, আপনাদের কলম ছুঁড়ির চেয়েও ধারালো। আপনারা সত্যি কথা লেখেন যে অনন্ত ভাইয়ের মতো ম্যান্টালিটি হওয়া দরকার তোমাদের।’
সাংবাদিকদের মাধ্যমে অনন্ত একজন নায়কের উদ্দেশে বলছিলেন, ‘অনন্ত ভাইয়ের থেকে অনেক বড় অভিনেতা হও, অনন্ত ভাইয়ের চেয়ে অনেক বড় হিরো হও, তোমার স্বাস্থ্য বিশাল বড় হোক, তোমার লম্বা ১০-১৫ ফিট হোক, কিচ্ছু যায় আসে না, ম্যান্টালিটি অনন্ত'র মতো করো। হি ইজ নট এ ইসমল আর্টিস।’
তিনি নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার উদ্দেশে বলেন, ‘উনি নিজে যেমন দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করেন। তার মতো হও। আমি এতোদিন রাগ হয়ে কথা বলিনি। এই যে আমার মুখ দিয়ে এইটা তারা করায় আমাকে। অনন্ত ভাইয়ের মুখ থেকে হঠাত একটা কথা বের হয়ে যাবে, তখন এইটাকে ভাইরাল বানাবো আমি।’
পরিচালক ইকবালের দিকে তাকিয়ে অনন্ত জলিল বলেন, ‘উনি আমাকে বারবার বলেন, আল্লাহ আপনাকে কত ধৈর্য দিয়েছে। ৬ মাসে হয়ে গেল আপনাকে দেখছি। আমি গ্রামে যাই উনার সঙ্গে শুটিং করতে, বিলিভ মি- ৩০০-৪০০-৫০০ লোক- আমার একটাই কথা শটটা দিয়ে ছবি তুলবো। শট দেই, তারপরে মিনিমাম এক দেড়শো লোকের সঙ্গে ছবি তুলি। উনি ক্যামেরা নিয়ে বসেই থাকে। এরাই তো আমাদের সব।’
এবারের ঈদে অনন্ত জলিলের ‘কিল হিম’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বর্ষা। এছাড়াও রয়েছেন মিশা সওদাগর।