মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 05:39 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এক বাসায় মিনি ক্যাসিনো বসিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় টাকা সরঞ্জামসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২ টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির শিহাড়ী গ্রামের জনৈক রতনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার শিহাড়ী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রতন (৩৫), একই গ্রামের ইয়াছিন আলী মন্ডলের ছেলে জনি মন্ডল (২৭), আফজাল হোসেনের ছেলে তোতা মিয়া (৩২). মনজুর রহমানের ছেলে মাসুদ রানা (৩১), সৈয়দ আলী আকন্দের ছেলে ফরিদুল ইসলাম (৫০), আমজাদ হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩০), মন্টু সাখিদারের ছেলে মাসুদ রানা (৩১), হাসেম আলীর ছেলে রবিউল ইসলাম (৩১), আফজাল হোসেনের ছেলে আহসান হাবিব ওরফে বাবু (৫০) ও মোজাম্মেল হকের ছেলে আব্দুল হান্নান (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার শিহাড়ী গ্রামের উল্লেখিত পেশাদারী জুয়াড়িরা দীর্ঘদিন যাবত জনৈক রতনের বাসার একটি ঘরের ভিতর মিনি ক্যাসিনো বসিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চালিয়ে আসছিল। গত সোমবার দিবাগত রাতে আবারো ওই বাসায় মিনি ক্যসিনো বসিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল। এসময় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ রাত ২টায় উক্ত বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ক্যাসিনো থেকে ৬ হাজার ১০০ টাকা, তিন সেট তাসসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
আবু মুত্তালিব মতি