মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 05:50 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি ৮ গ্রাম গাঁজা ও একটি পিকআপ গাড়ীসহ হেলাল (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। গত সোমবার (২৪ এপ্রিল) বিকেলে ৪টায় আদমদীঘি সদরে গোহাট বাজারস্থ একটিন ফুড কর্ণার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল ব্রাক্ষনবাড়িয়া জেলার আখাউড়া থানার মনিঅন্ধ গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে। এ ব্যাপারে র্যাব-১২ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সুত্রে জানাযায়, গত সোমবার বিকেলে আদমদীঘি সদরের গোহাট বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য অবস্থান করছে। এমন গাপন সংবাদের ভিক্তিতে বিকেলে সাড়ে ৪ টায় র্যাব-১২-এর একটি অভিযানিক দল আদমদীঘি সদরের গোহাটি বাজারস্থ এএফসি ফুড কর্ণার এন্ড কফি শপ দোকানের সামনে অভিযান চালিয়ে হেলাল নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এরপর তার নিকট থেকে একটি পিকআপ গাড়ী, ১৪কেজি ৮ গ্রাম গাঁজা, ২টি সীমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু মুত্তালিব মতি