মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
21 Jul 2025 05:31 pm
![]() |
(প্রেস বিজ্ঞপ্তি):- ঢাকা, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় নব নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মোঃ সাহাবুদ্দিন এর রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে। নব নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন। জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
খন্দকার দেলোয়ার জালালী,জাতীয় পার্টি চেয়ারম্যান এর,প্রেস সেক্রেটারি-০২।