সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
24 Nov 2024 02:19 am
তিন দেশ সফরে মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিও, ওয়াশিংটন ও লন্ডন সফর করবেন তিনি। মঙ্গলবার সকাল পৌনে ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে বাংলাদেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। আগামী ৯ মে ঢাকা ফেরার কথা রয়েছে তার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
সোমবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও, বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন প্রধানমন্ত্রী।
জাপান সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উভয় দেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপ গ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কো-অপারেশন, আই সি টি এবং সাইবার সিকিউরিটি কো-অপারেশন ইত্যাদি সেক্টরে প্রায় ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।’
বুধবার অপরাহ্ণে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সফর দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।’
প্রধানমন্ত্রী ২৮ এপ্রিল টোকিও থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন।