শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 12:43 pm
রাশেদুল ইসলাম আপেল,নীলফামারী,নীলফামারী প্রতিনিধিঃ-টানা ২৩ বছর অব্যবহৃত মসজিদ পুনঃসংস্কার করে প্রশংসায় ভাসছে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী। ১৯৮৬ সালে মসজিদ প্রতিষ্ঠা হলেও ২০০০ সালের পর থেকে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। দীর্ঘদিন পুনঃসংস্কার শেষে ২০ এপ্রিল বৃহস্পতিবার মসজিদটি উদ্বোধন করা হয়।
নীলফামারীর ডোমার থানার ২৩ বছরের অব্যবহৃত মসজিদটি পুনঃসংস্কারের পরে বৃহষ্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ডোমার থানা চত্ত্বরে মসজিদটি উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
মসজিদ সংস্কারে পরিকল্পনা ও বাস্তবায়ন করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী। জানা গেছে, ১৯৮৬ সালে মসজিদ প্রতিষ্ঠা হলেও ২০০০ সাল থেকে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় থাকে। ২০২২ সালের জুলাই মাসে ওসি মাহমুদ উন নবী ডোমার থানার দ্বায়ীত্ব পাওয়ার পর মসজিদটি সংস্কারের পদক্ষেপ হাতে নেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ওসি মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি অধ্যপক খাইরুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ঈদ উল ফিতর উপলক্ষে ডোমার বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।