বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 02:55 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- বগুড়ার আদমদীঘিতে পুলিশের আসামী বহনকারি ভ্যানগাড়ীর ধাক্কায় আব্দুল জলিল (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী (৭০) গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি হাসপাতালের অদুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল আদমদীঘি উপজেলার শিয়ালশন গ্রামের তছির উদ্দিনের ছেলে। আহত বীর মুক্তিযোদ্ধাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শি আব্দুস ছাত্তার মেম্বার, মাহমুদসহ অনেকেই জানায়, গত মঙ্গলবার বিকেল উপজেলার শিবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী তার সম্মানী ভাতা ব্যাংক হতে তোলার পর বাজার নিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলে আব্দুল জলিলকে তুলে নিয়ে বাড়ি যাচ্ছিল। তারা আদমীঘি হাসপাতালের অদুরে গেলে বিপরীত দিক থেকে বগুড়া থেকে নওগাঁগামী পুলিশের আসামী বহনকারি ব্যানগাড়ী ধাক্কা দিলে মোটরসাইলেকরোহি বীর মুক্তিযোদ্ধা ও আব্দুল জলিল সড়কে পড়ে গুরুতর আহত হয়্ তাদের প্রথমে আদমদীঘি ও পরে দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আব্দুল জলিলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
অপর আহত বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীকে ভর্তি করা হয়েছে। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান দুর্ঘটনার কথা স্বীকার করে জানায়, পুলিশের আসামী বহনের ভ্যানগাড়ীর সাথে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তদন্ত করে বলা যাবে।