মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 10:35 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের ও বিদেশ থেকে আসা মানুষদের যাতায়াতে নিরবিচ্ছন্ন করতে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভুমিকা রয়েছে। তিনি বলেন নিজ নিজ এলাকার গ্রাম পুলিশরা জানেন কে অপরাধারে সাথে জড়িত তা চিহিৃত করে আইনপ্রয়োকারি বাহিনীকে সহযোগিতা করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে আদমদীঘি থানা চত্বরে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের সভাপতিত্বে ও উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মনের স ালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ প্রমুখ।
এ সময় উপস্থিত ফাঁড়ির পুলিশ পরিদর্শক রেদোয়ানুর রহিম, ওসি (তদন্ত) জিল্লুর রহমান, উপ পরিদর্শক তারেক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ৫৬জন গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রি হিসাবে সেমাই, চিনি, লুঙ্গি. শাড়িসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করেন প্রধান অতিথি।