সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
05 Apr 2025 02:15 am
![]() |
রোজা রেখে ভুলে কেক খেয়ে ফেললেন চিত্রনায়ক অনন্ত জলিল। পরে যখন বুঝতে পারলেন তখন মুখ থেকে দ্রুত ফেলে দেন কেক।
আজ সোমবার ছিলো এই চিত্রনায়কের জন্মদিন। এ জন্য কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেন মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায়। প্রযোজক ইকবাল ও তার দুই ছেলেকে নিয়ে কেক কাটেন এ অভিনেতা।
কেক কাটার আনুষ্ঠানিকতার পর ইকবাল অনন্ত জলিলের মুখে কেক তুলে দেন। অনন্ত জলিল মুখে কেক নিয়ে খেতে শুরু করলে সামনে থেকে কয়েকজন চিৎকার শুরু করেন ভাই, রোজা, রোজা... এরপর অনন্ত জলিল মুখ থেকে কেক ফেলে দিতে গিয়ে বসে পড়েন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত বলেন, আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিজে চিত্রনায়ক হয়ে সিনেমা দেখেন কি না, এ প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই সিনেমা দেখি। তাই সিনেমা দেখাটা মিস হয় না আমার। যখন থেকে সিনেমা লাইনে এলাম, তখন থেকে আরো বেশি করে দেখি।
এবারের ঈদে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা মুক্তি পাচ্ছে।