সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 10:38 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন,১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার আগে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।
১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে এই সরকার শপথ গ্রহণ করেন একই সাথে সরকারের এক অধ্যাদেশে ২৬ শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগরে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম কে উপরাষ্ট্রপতি (অস্থায়ী রাষ্ট্রপতি) নির্বাচিত করা হয় । মুজিবনগর সরকারের সফল নেতৃত্বের ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে । তিনি আরো বলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশেরএই প্রথম সরকারের কূটনৈতিক প্রচেষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন।
তিনি আজ(১৭/০৪/২৩) সকাল সাড়ে আটটায় মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন । আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন ও জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল কর্তৃক সম্পাদিত ত্রৈমাসিক "চিরঞ্জিত বঙ্গবন্ধু" এর পঞ্চম সংখ্যা মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে কিভাবে একটি জাতিকে স্বাধীন করা যায় বঙ্গবন্ধু তা শিখিয়ে দিয়েছেন। একটি গণতান্ত্রিক আন্দোলনকে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে পরিণত করে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের রূপ লাভ করে। তিনি আরো বলেন মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্যর দেশের জন্য অসামান্য অবদান এ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা একেএম আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, নাসরিন রহমান সীমা,খালেকুজ্জামান রাজা, আব্দুস সালাম, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রাকিব উদ্দীন সিজার, রাশেদুজ্জামান রাজন, ছাত্রনেতা সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজি জুয়েল। এর আগে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে আলোচনা সভা,ত্রৈমাসিক "চিরঞ্জীব বঙ্গবন্ধু" এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।