সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 10:35 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- আদমদীঘির সান্তাহারে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত রোবাবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সান্তাহার ঘোড়াঘাট গ্রামের জনৈক ময়নুলের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির তিলছ দীঘিরপাড় গ্রামের ইউনুছ আলীর ছেলে সোহেল (২৮). সান্তাহার চা-বাগান এলাকার ইয়াদ আলীর ছেলে আজাদ (৫২), নওগাঁ সদরের শেরপুর বাঁধের মুখ এলাকার জরিফ ফকিরের ছেলে ওবায়দুল ইসলাম (৪৮) ও বগুড়া সদরের বাদুরতলা গ্রামের বছির উদ্দিনের ছেলে ফরিদ (৫০)। এসময় তাদের নিকট থেকে ৫ হাজার ৯০০টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গত রোববার দিবাগত রাতে সান্তাহার ঘোড়াঘাট গ্রামস্থ জনৈক ময়নুল হকের বাসার ভাড়াটিয়া সোহেল-এর ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিক্তিতে রাত ১১ টায় ও ওই বাসায় অভিযান চালিয়ে উল্লেখিত জুয়াড়িদের গ্রেফতার ও সরঞ্জাম উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
আবু মুত্তালিব মতি