রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 08:33 pm
ছাদকেুল ইসলাম রুবলে,গাইাবান্ধঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একই পাড়ায় পাশাপাশি দুইটি জামে মসজিদের অবস্থান নিয়ে পাঁচ বছরে ধরে একটি সমাজ দুই ভাগে বিভক্ত ছিল। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে দীর্ঘদিন ধরে চলা সেই দ্বন্দ্বের স্থায়ী সমাধান হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জাকারিয়াপাড়ায় পাশাপাশি অবস্থিত দুইটি জামে মসজিদের চলমান বিরোধের অবসান ঘটিয়ে মসজিদ দুটি একত্রিত করা হয়।এর আগে, দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মসজিদ দুটি একত্রিত করার লক্ষ্যে দুই মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মুসল্লিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. লাভলু মিয়া, , মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দীর্ঘ আলোচনা শেষে দুইটি মসজিদকে একত্রিত করার সিদ্ধান্ত হয়।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানা পুলিশ ও দুই মসজিদের মুসল্লিরা মসজিদে উপস্থিত হয়ে আছরের নামাজ আদায় করেন।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাধারণ সম্পাদক করে মসজিদের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, বিরোধের জেরে দুটি জামে মসজিদ পাশাপাশি হওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় মসজিদ দুটি একত্রিত করে স্থায়ীভাবে দ্বন্ধ নিরসন করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু বলেন, দীর্ঘ প্রায় ৫ বছরের একটি সমস্যার স্থায়ী সমাধান করা হয়েছে। একই পাড়ায় পাশাপাশি দুটি মসজিদের অবস্থান নিয়ে দীর্ঘদিন একটি সমাজ দুইভাগে বিভক্ত ছিল। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় দুটি মসজিদ একত্রিত করে দীর্ঘদিনের সমস্যার অবসান করা হয়েছে।'