রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 10:28 pm
প্রেস বিজ্ঞপ্তি:- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালন করে।
ঐতিহাসিক এই মুজিবনগর দিবসে বগুড়া জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
# সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
# সকাল ৮:১৫ টায় বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
#সকাল ৮:৩০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ।
উক্ত কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।
বার্তা প্রেরক,আব্দুল্লাহ আল রাজি জুয়েল ,দপ্তর সম্পাদক ,বগুড়া জেলা আওয়ামী লীগ