শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 08:40 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় বাস চাপায় ওমর আলী (৫৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছে। এ সময় ওই ভ্যানের যাত্রী শিশুপুত্র ও তার বাবা আহত হয়েছে। নিহত অটোভ্যান চালক ওমর আলী উপজেলার নসরতপুর ইউপির ডুমুরীগ্রাম উত্তরপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে জয় ফিলিং স্টেশনে কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওমর আলী যাত্রী নিয়ে মুরইল বাজারে যাবার সময় মহাসড়কের জয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে পৌঁছিলে তার অটোভ্যানের এক্সেল আকস্মিক ভেঙ্গে সড়কে ছিটকে পড়ে যায়। এসময় নওগাঁগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওমর আলী নিহত হয়। ওই অটোভ্যানের যাত্রী ৩ বছরের শিশুপুত্র মিনহাজ তার বাবা ফারুক হোসেন আহত হয়। আহতদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।
আবু মুত্তালিব মতি