বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 12:26 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার চারজন। নড়াইলে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো: রিয়াজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আকঞ্জি (২১), সেলিম মোল্লা (৩৫) এবং মোঃ নুরনবী সরদার (৪৩)। সকলেই নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে শেখহাটি ক্যাম্পের এসআই (নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেছে। এ সময় জুয়ার আসর থেকে নগদ ২ হাজার ৪৮০ টাকা ও জুয়ার সরঞ্জাম দুই সেট তাস, একটি চট জব্দ করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে