মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
03 Aug 2025 04:56 am
![]() |
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় অটোভ্যান যাত্রী এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার মালাহারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল ছাত্রীর নাম মানসুরা আক্তার (১৫)। সে উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের মুয়াজ্জেম হোসেনের মেয়ে ও মোকামতলা বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ।
বিষয়গুলো নিশ্চিত করেছেন মোকামতলা ইউনেয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফুল মিয়া। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মানসুরা মালাহার গ্রাম থেকে অটোভ্যানে মোকামতলায় প্রাইভেট পড়তে যাচ্ছিলো। মহাসড়কে বগুড়াগামী একটি পিকআপ অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে মানসুরা ছিটকে পড়ে যায়। এসময় সে ওই পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ফুল মিয়া আরও জানান, দুর্ঘটনার পরেই মানসুরার পরিবারের সদস্যরা গিয়ে স্থানীয়দের সহযোগীতায় মরদেহ বাড়িতে নিয়ে এসেছে। পালিয়ে যাওয়ায় ঘাতক পিকআপ ভ্যান আটক করা যায়নি। এনিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগও নেই। অটোভ্যানের চালক আহত অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।