মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
03 Aug 2025 04:52 am
![]() |
এস এম দৌলত বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অসহায় ১'হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের ,সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান।