সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 04:40 pm
নাটোর প্রতিনিধিঃ- নাটোরের লালপুরে ২০২২-২৩ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের ২য় পর্যায়ের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দশটি ইউনিয়নে এক যোগে এই কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান।
এসময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (ইজিপিপি) মুরছালিন, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, ইউপি সদস্য আকরাম হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের ২য় পর্যায়ে উপজেলার ৭৮৬ জন উপকারভোগী প্রতিদিন ৪০০ টাকা করে মুজুরিতে ৪০ দিন ৫৪টি প্রকল্পে কাজ করবেন।
মো. আশিকুর রহমান টুটুল